শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা

পটুয়াখালীর কলাপাড়ায় “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে ঐ কর্মসূচী পালিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশী ক্ষতির কবলে পড়েছে উপকূলীয় এলাকার মানুষ, বিশেষ করে নারী ও শিশু। তাই পরিবেশ রক্ষায় সকলকে দ্বায়িত্বশীল হতে হবে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, জেলে, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিশু ফোরাম সদস্যরা।

অংশগ্রহনকারীরা তাদের প্লাকার্ড, পোষ্টার ও স্লোগানের মাধ্যমে জলবায়ু ন্যায্যতা, পুন-নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে ভবিষৎতে পরিবেশবান্ধব ও জলবায়ু অভিজোযন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত সকলে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ