শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুতদের ৫ শতাংশ লভ্যাংশ দাবি

কোম্পানির অর্জিত লাভ থেকে ৫ শতাংশ ও ছুটি পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারিরা।

বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে এ দাবি জানান।

বক্তরা বলেন শ্রম আইন অনুযায়ী বছরে মোট লাভের ৫ শতাংশ ও অর্জিত ছুটি পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেনি গ্রামীন টেলিকম কর্তৃপক্ষ।

মৌখিক ও লিখিতভাবে অবেদন করার পরও বিষয়টি সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বক্তারা।

অনতিবিলম্বে তাদের প্রাপ্য ৫ শতাংশ পরিশোধ করতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন বলেন, গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রায় ৪ থেকে ৮ বছর ধরে কাজ করা প্রাক্তন কর্মকর্তারা গত এক বছর ধরে তাদের প্রাপ্য ৫ শতাংশ লভ্যাংশের ও অর্জিত ছুটির টাকা পরিশোধের জন্য মৌলিক ও লিখিত আবেদন করে আসছেন। কিন্তু গ্রামীণ টেলিকম ট্রাস্টের বর্তমান ট্রাস্টি বোর্ড শ্রমিকের এই প্রাপ্য ৫ শতাংশ লভ্যাংশ ও অর্জিত ছুটির টাকা প্রদানে অকারণ নিরবতা পালন করছেন। যা শ্রম আইনের লঙ্ঘন।

তিনি আরও বলেন, বর্তমানে মূল্যস্ফীতির এই সময়ের অনেক কর্মকর্তারাই পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাবেক সহযোগী আঞ্চলিক কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্ট এরিয়া ম্যানেজার (সাবেক) মো. শাহাদাত হোসেনসহ গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রাক্তন কর্মকর্তা-কর্মচারী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ