বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুলশানে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

ফাইল ফটো।

রাজধানীর গুলশান-২ এর একটি মুদি দোকানের ভেতর থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের গলায় ও সারা শরীরে বটি দিয়ে কোপানোর দাগ রয়েছে। গুলশান মডেল থানার ওসি মো. তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-বরিশাল সদরের দবদবিয়া গ্রামের বাসিন্দা মো. রফিক (৮০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার এলাকার মো. সাব্বির (১৬)। রফিক মুদি দোকানের মালিক এবং সাব্বির তার দোকানের কর্মচারী ছিলেন।

ওসি মো. তৌহিদ আহমেদ বলেন, ‘গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি দোকানের ভেতর থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, রাতে তাদেরকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ