বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে ১০ দফা দাবিতে ঐতিহ্য ও উন্নয়নের মানববন্ধন

গাজীপুর শহরের প্রধান সড়ক রাজবাড়ী সড়ক মেরামত ও রেল স্টেশনের দুপাশে দুটি বাইপাস সড়ক নির্মাণসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে ।
স্বেচ্ছাসেবী সংগঠন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন উদ্যোগের সকালে জয়দেবপুর রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি প্রকৌশলী সামসুল হকের সভাপতিত্বে অ্যাডভোকেট আনিসুর রহমান কাজল, আকবর হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অবিলম্বে শহরের প্রধান সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন অন্যথায় তারা কঠোর আন্দোলনের ডাক দিবেন।

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সকল সড়ক ভ্যান ও হকারমুক্ত রাখা ও তাঁদের পুনর্বাসন করা, সড়কের বর্জ্য আবর্জনা নিয়মিত পরিচ্ছন্ন রাখা, সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ, সড়কে পার্কিং নিয়ন্ত্রণ করা, ও বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কিচেন মার্কেট চালু করা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ