শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ফাইল ফটো।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করেছে। এ সময় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে ভোগান দিতে পারেন যাত্রীগণ।

পুলিশ ও শ্রমিকরা জানায়, শুক্রবার (২৩ আগষ্ট) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের ও কর্মচারীরা পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা কারখানার পাশের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে দুদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে গত দুদিন ধরে এই কারখানায় বকেয়া বেতন আদায়ের লক্ষ্যে আন্দোলন চলছিল।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় বুঝিয়ে- সুজিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে ও দ্রুত বকেয়া বেতন পরিশোদের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ১টার পর শ্রমিকদের সড়ক থেকে সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ