সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে পোশাক কর্মী খুন

ফাইল ফটো।

গাজীপুরে এক পোশাকশ্রমিককে গলাকেটে খুন অভিযোগ উঠেছে এক নরসুন্দরের বিরুদ্ধে। নিহত পোশাকশ্রমিক আবু ছাঈদ (২৩) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে ভাড়ায় থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত নরসুন্দর খলিল মিয়া (২৬) সিলেট সদর উপজেলার বাসিন্দা। তিনি ওই এলাকায় ভাড়ায় থেকে একটি দোকান ভাড়া নিয়ে জেন্টস পার্লার নামক সেলুন পরিচালনা করতেন।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খুনি এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে হত্যা করেছে সে সম্পর্কে কোন তথ্য এখনো জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ