বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে তাঁতি দলের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন

জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে গাজীপুরে ডেঙ্গু সচেতনা বিষয়ে রেলি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা হয়েছে। এ সভায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় বর্তমান অন্তবর্তী কালীন সরকারকে সাধুবাদ জানিয়ে অবিলম্বে ফ্যাসিস্ট রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বক্তাগণ।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় শহীদ স্মৃতি স্কুল গেট বের হয়ে থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই রেলি করা হয়। পরে সেখানে ‘ভীত নয়, সচেতন হোন- সময়মতো চিকিৎসায়, ডেঙ্গু ভালো হয়’ শীর্ষক লিফলেট সর্বস্তরের মানুষের হাতে বিতরণ করা হয়। পরে বাসস্ট্যান্ডে ব্লিচিং পাউডার ছিটিয়ে ও ঝাড়ু দিয়ে লোকজনকে সচেতন করা হয়। এর আগে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় স্কুল গেটে মহানগর তাঁতি দল নেতা তাজুল ইসলাম ব্যাপারির সভাপতিত্বে ও মহানগর তাঁতি দলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজুর পরিচালনায় তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মজিবুর রহমান, সাবেক সিটি কাউন্সিলর মহানগর বিএনপি নেতা হান্নান মিয়া হান্নু, সাবেক জিএস নীনা মোস্তফা বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, পালিয়ে যাওয়া সরকার আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে নির্যাতন করেছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সেই সরকারের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচার করে স্বাস্থ্যের দাবি জানিয়ে তারা বলেন,শুধু ছাত্রলীগ নয় তাদের মূল সংগঠন ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

ডেঙ্গু সচেতনতায় এ কর্মসূচিতে তারা বলেন, মাত্র কয়েকদিন আগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরু ও গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট এর শিক্ষার্থী আল আমিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরপরও অজানা কারণে সিটি কর্পোরেশন ডেঙ্গু নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না। যদিও সিটি কর্পোরেশনে পর্যাপ্ত ওষুধ পত্র ও সরঞ্জামাদি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ