শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে কারখানায় হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁদা না দেয়ায় দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপের কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করে জখম করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে গাজীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর হেড অব এডমিন মোঃ জিয়াউর রহমান।
সংবাদ সম্মেলনে আহত কয়েকজনকে পাশে রেখে তিনি লিখিত বক্তব্যে বলেন, মাহবুব গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত সাতবার ধরে প্রতিষ্ঠানটি গাজীপুর জেলা ও মহানগরের মধ্যে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত। ‌

মহানগরের কাশিমপুর বারেন্ডা এলাকায় অবস্থিত এই গ্রুপের ফ্রোজেন
ফুড কারখানায় দীর্ঘদিন চাঁদা দাবি করে তা না পেয়ে গত ২১ নভেম্বর ৫০- ৬০ জনের সন্ত্রাসী দল মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে তাদের প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ সময় কারখানার সিকিউরিটি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সহ ১১ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক যখম করা হয়।

সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন। পরে প্রেসক্লাবের সামনে হাসপাতাল সড়কে মানববন্ধন করা হয়। এতে ভিকটিম সহ কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ