বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরের ৫ আসনে ৫৩ প্রার্থীর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা

গাজীপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শেষ দিনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিন পর্যন্ত জেলার পাঁচটি আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামি ঐক্যজোট, জাতীয় পার্টি, গণঅধিকার, গণফোরাম, খেলাফত মজলিস, সিপিপি, বাসদ, আম জনতা পার্টি, জনতার দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।

গাজীপুর -১ আসনে
বিএনপি’র দলীয় প্রার্থী মুজিবুর রহমানসহ ৮জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা সদরের গাজীপুর -২ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, দলের মনোনয়ন বঞ্চিত শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অ্যাডভোকেট আলী নাছির খান ও জামায়াতে ইসলামের মহানগর নায়েবে আমির হোসেন আলী, সিপিবির জিয়াউল কবির খোকন ও বাসদের অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম সহ ১৮
জন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।
গাজীপুর -৩ আসনে জামায়াতের প্রার্থী ডঃ মোঃ জাহাঙ্গীর আলম ১০সহ জন প্রার্থী জমা দেন।
গাজীপুর ৪ আসনের বিএনপি’র প্রার্থী শাহ রিয়াজুল করিম হান্নান সহ ৯
প্রার্থী জমা দেন।
গাজীপুর -৫ আসনে বিএনপি’র প্রার্থী জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনসহ ৮ জন মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীদের মধ্যে বিভিন্ন দলীয় প্রার্থী ছাড়া স্বতন্ত্র প্রার্থী ও নারী প্রার্থী রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ