শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোন ষড়যন্ত্রই নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে পারবে না: সেলিমুজ্জামান সেলিম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। জাতি এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু কিছু কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।’

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চান্দার বিলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাটিকেলবাড়ি-পাইকবাড়ি এলাকার উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় চারপাশে ছিল উৎসবের আমেজ। রোদ্রজ্জ্বল বিকেলে নদীর দুই তীরে উপচে পড়া জনসমাগমে উৎসবস্থল পরিণত হয় মিলনমেলায়। শিশু থেকে প্রবীণ- সব বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে চান্দার বিল।

নৌকা বাইচে অংশ নেওয়া বিভিন্ন এলাকার দলগুলো নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে মরিয়া ছিল। মাঝিদের স্লোগান, ঢোলের তালে তালে গান আর দর্শকদের উল্লাসে পুরো বিল জুড়ে ছড়িয়ে পড়ে প্রাণের স্পন্দন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ফনিন্দ্রনাথ বিশ্বাস এবং সঞ্চালনা করেন হারাধন বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন, সহসভাপতি ফরিদ আহম্মেদ, কোষাধ্যক্ষ আশফাকুল আলম পলু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সহসভাপতি ওলিয়ার রহমান মুন্সী, যুগ্ম সম্পাদক লিটু শিকদার, মতিউর রহমান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর,
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস,
সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা প্রমুখ।

প্রতিযোগিতার বিচারক ছিলেন বিবেকানন্দ বিশ্বাস, পলাশ বিশ্বাস, পরিতোষ বিশ্বাস ও পলান বিশ্বাস।

উৎসবকে ঘিরে আশপাশের এলাকায় বসে যায় মেলা। স্থানীয় পিঠা, খেলনা, বাঁশির সুর ও নানা রকম দোকানপাটে যোগ হয় উৎসবের বাড়তি রঙ। নারী-পুরুষের সমান অংশগ্রহণে এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, হয়ে ওঠে গ্রামীণ ঐতিহ্যের প্রাণবন্ত এক মিলনমেলা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ