পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারে সহযোগী হিসেবে কাজ করা এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি। এসময় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
লিখিত বক্তব্যে মতি বলেন, ‘গরীব অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেয়া সহ লুটপাট দখল ও সালিশ বানিজ্য করেছেন সাবেক মেয়র। এছাড়া পৌরসভার হাট-বাজার ইজারার নামে ডিম, ডাব, গোস্ত, কাঁচা বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তিনি। পৌরসভার উন্নয়নের নামে আত্মীয়-স্বজন দিয়ে টেন্ডার বাণিজ্য করা, কুয়াকাটায় সতর্কতামূলক সুরক্ষা কাজ প্রকল্পের আওতায় কুয়াকাটা সমুদ্র সৈকতের দুই কিলোমিটার সড়কের যাচাই-বাছাই ও মূল্য নিরূপণের অনুসন্ধান করে দুদক।
মতি আরও বলেন, স্বৈরাচারী সরকারের দোসর আনোয়ার গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের পূর্বে খুনিদের স্বপক্ষে ছাত্র জনতার বিপক্ষে রাজপথে সশস্ত্র মহড়া দিয়ে ২৪ এর আন্দোলনকে নস্যাৎ করার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ফেইসবুকে পোস্ট করেন। এমনকি ছাত্র জনতার পক্ষে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় সাধারণ জনগণকে মারধর ও দোকান লুটপাট ও ভাঙচুর করেন। যার প্রমাণ এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তার এই অপকর্ম ধামাচাপা দিতে এবং সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, দালাল ও ভূমিদস্যু আনোয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটা পৌর বিএনপি ও বিএনপি নেতাদেরকে নিয়ে এখনও কুরুচিপূর্ণ বক্তব্য করছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ভূমিদস্যু, দুর্নীতিবাজ আনোয়ার ঘুষ বাণিজ্য করে কুয়াকাটার কেরানিপাড়ার রাখাইন হত্যাকারীদের বাঁচানোর জন্য পৌরসভার রেজিস্টারে ভিকটিম আত্মহত্যা হয়েছে বলে অন্তর্ভুক্ত করেন। এনিয়ে সিআইডির তদন্তে তিনি অভিযুক্ত হয়েছেন।
এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার বিরুদ্ধে আনা এ অভিযোগের কোন সত্যতা নেই। এগুলো সম্পুর্ন রাজনৈতিক চক্রান্ত এবং প্রতিহিংসা। আমি কুয়াকাটা পৌরসভায় জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি কোনদিন কুয়াকাটার মাটি ও মানুষের সাথে কোন অন্যায় করিনি। তিনি আরও বলেন, আমার নামে অন্যায় ভাবে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমার অন্যায় শুধু একটাই, আমি কুয়াকাটার সর্বস্তরের মানুষের কাছে কেন এত জনপ্রিয়। এই সর্বস্তরের জনপ্রিয়তাই আমার প্রতি তাদের প্রতিহিংসার একমাত্র কারন।