কুষ্টিয়ায় ভাঙা হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে কয়েক শ ছাত্র-জনতা আওয়ামী লীগ নেতা মাহাবুবুল আলম হানিফের পরিত্যাক্ত বাড়ির গেটসংলগ্ন সীমানা দেয়াল ও বাড়িটির পরিত্যক্ত কংকালের মতো দন্ডায়মান কাঠামো ভাঙচুর করেছে। রাত সাড়ে ৯টার দিকে একটি এসকেভেটরসহ ছাত্র-জনতার একটি মিছিল শহরের পিটিআই রোডে হানিফের পরিত্যক্ত বাড়ির সামনে আসে এবং ভাঙচুর শুরু করে।
এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিন রাতে এবং পরদিন সকালে সাধারণ জনগণ হানিফের এই বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করে জানালা দরজা, লোহার বিশাল গেট, জানালার গ্রিলসহ বাড়ির সমস্ত কিছু লুট করে নিয়েছিল।
এরপর থেকে কংকালসার বাড়ির পরিত্যক্ত যে কাঠামো পড়েছিল আজ রাতে তারই অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়েছে। এই ভাঙচুরে অংশ নেওয়া ছাত্র-জনতা জানায়, হানিফসহ তার দোসররা এই বাড়িতে বসেই কুষ্টিয়ার মানুষের ওপর জুলুম নির্যাতনের পরিকল্পনা করত এবং তা বাস্তবায়ন করত। তাই এই বাড়ির কোনো অস্তিত্ব এখানে থাকতে দেওয়া হবে না।