কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক অজ্ঞাত নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাঁঠালতলী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্র্রাথমিকভাবে তার নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাঁঠালতলী এলাকায় এক অজ্ঞাত নারীর (৩৫) লাশ পড়েছিল। স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ সেখানে যায়। তবে এলাকাটি ভৈরব হাইওয়ে পুলিশের আওতায় থাকায় বিষয়টি ভৈরব হাইওয়ে পুলিশকে জানানো হয়। পরে ভৈরব হাইওয়ে পুলিশ সেখানে গিয়ে নারীর লাশটি উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।