মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দেড় ফুট।

রোববার দুপুরে সৈকতের লেম্বুর চর সংলগ্ন সমুদ্র মোহনায় ডলফিনটি ভেসে আসে। পরে স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এটিকে অপসারনের উদ্দোগ নেয়।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ঠিক কিভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে, এটি নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে এটির লেজ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো: আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছ। এটি মাটি চাপা দেয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ