রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রোধে পাউবো’র ১ কোটি ৯৭ টাকা প্রকল্পের কাজ শুরু

সাগর কন্যা কুয়াকাটার ভাঙ্গন রোধ কল্পে দ্রুত গতিতে সৈকত রক্ষা প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। সরকারি অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ কাজটি তত্ত্বাবধান করেছে। ১ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ের এ কাজটি সম্পন্ন করতে ন্যাচারাল কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিযুক্ত করা হয়েছে।

সূত্র জানায়, সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বে নয়শো ও পশ্চিমে দুইশো মোট ১১’শ মিটার পর্যন্ত ২৩ হাজার জিও ব্যাগ ও টিউবের মাধ্যমে সাগরতীরে প্রটেকশন দেয়া হবে। বীচের পাড় ঘেষে জিও ব্যাগ দেয়াতে এবারের প্রটেকশন ব্যবস্থাটি দীর্ঘ মেয়াদি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’র কলাপাড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, সাগরের অব্যাহত ঢেউয়ের ভাঙ্গন থেকে কুয়াকাটার বীচকে রক্ষার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। সাগর তীরে জিও ব্যাগ দিয়ে চার লাইনের প্রটেকশন দেয়ায় বীচ সুরক্ষিত থাকবে বলে তিনি আশা করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ