রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহি বাস খাদে পড়ে নিহত-১, আহত – ১৫

পটুয়াখালীর কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত ও অন্তত: আরও ১৫ যাত্রী আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানুন পটুয়াখালী জেলার লেবুখালী এলাকার মো. দেলোয়ার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও আহত যাত্রীরা জানান, বেলা ১১টার দিকে আল্লাহর রহমত নামের বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে সড়কে একটি থ্রী-হুইলারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার মানুনের মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এক জনের লাশ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ