বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়াকাটা ইলিশ পার্কের দেয়াল গুড়িয়ে দিলেন মেয়র

কুয়াকাটা ইলিশ পার্ক ইকো-রিসোর্টের দেয়াল গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে।

আজ রোববার (৯ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ইলিশ পার্ক ইকো-রিসোর্টে ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার।

তুষার অভিযোগ করে আরও বলেন, গত ৫ এপ্রিল আমি এলাকার বাহিরে থাকায় বর্তমান মেয়র তার ভাইপো আবুবকর এর নেতৃত্বে একদল লোক হামার দিয়ে ইলিশ পার্কের দেয়াল ভাংতেছে আর গালাগালি করছে। এই সংবাদ শুনে আমার কয়েকজন ভাই সহ স্থানীয় কয়েকজনকে ফোন করি। তারা দ্রুত এসে প্রতিবাদ করে ভাংচুর বন্ধ করে। পরে মেয়র ও স্থানীয় কাউন্সিলর মনির ঘটনাস্থলে আসলে আমি মেয়রকে ফোন করে জানতে চাই কেনো এসব হচ্ছে? তখন তিনি বলেন আমি জানিনা।

তিনি আরও বলেন, আমি ঢাকা থেকে ফিরে কাউন্সিলর মনিরের কাছে জানতে চাইলে মনির জানায় মেয়র বলছে এখান থেকে রাস্তা যাবে। আমি জানালাম পুরো রাস্তাটাইতো আমার দেয়া। দরকার হলে পাশের জমির মালিকদের কাছ থেকে নিবে কিন্তু আমাকে না জানিয়ে ফজরের পরে বাইরের লো

ক দিয়ে কেনো আমার প্রতিষ্ঠানে হামলা করা হলো, কেনো গালাগালি করা হলো?

তুষার অভিযোগ করে বলেন, আমার পার্কে পাশ থেকে যে রাস্তা নেয়া হয়েছে তার সম্পূর্ণ জমি আমি দেয়ার পরও তার এই জোরজবরদস্তি। এছাড়া বিভিন্ন সময়ে তিনি আমাকে সাবেক মেয়রের লোক বলে উক্তি প্রকাশ করেছেন, যার জেরে আজকে এই আক্রমণ। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারন তাঁদের একটি গোপন বৈঠক হয়েছে, আমার এই পার্কে হামলা করে দূর্ঘটনা বলে চালিয়ে দেয়ার।

কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, সড়কটি প্রশস্ত করনের কাজ চলছে। তুষার সাহেব ওই জমি যার কাছে জমি বিক্রি করেছেন তার অনুমতি নিয়েই স্থাপনার কয়েকটি সরিয়ে সড়কের প্রশস্তকরন কাজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ