মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

কুয়াকাটায় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীকে অভ্যর্থনা জানিয়েছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান। মঙ্গলবার বিকেলে কুয়াকাটা এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এমপি।

এর মঙ্গলবার দুপুরে জেলার রাঙ্গাবালী উপজেলার সবুজে ঘেরা প্রকৃতিক সৌন্দযের দ্বীপ ‘চর হেয়ার ও সোনার চর’ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ পর্যটন কেন্দ্রের সম্ভাবনা নিয়ে গনমাধ্যমে প্রতিবেদন প্রচার হলে দ্বীপটিতে পরিদর্শনে আসেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানান, নয়ানাভিরাম সৌন্দর্য্যের এই স্পটে সরকারীভাবে হোটেল, রিসোর্ট তৈরী ও আন্তর্জাতিক মানের পর্যটন স্পট করার পরিকল্পনা নিয়েছে সরকার। সে লক্ষ্যে মাষ্টারপ্লান বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসাইন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের, বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান সহ প্রশাসনের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ