বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের ৪১ সদস্যের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. কামরুল হাসান শাহিনকে আহ্বায়ক এবং আবুল খায়ের ও আব্দুছ ছোবহান খ. সেলিমকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ৩৮ জনকে সদস্য করা হয়।শনিবার (১০ সেপ্টেম্বর) দলের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। এ কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সব শাখার সম্মেলন সম্পন্ন করে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটির ৩৮ সদস্য

শাহজালাল মজুমদার, সুমির বরুয়া তপু, আব্দুল মোতালেব, আব্দুল কাদের, সোহেল সামাদ, আবাদ উদ্দিন (বঙ্গবাসী), ইসরাক মাহমুদ মাসুদ, আলা উদ্দিন আহমেদ মজনু, অ্যাডভোকেট সৈয়দ সাহিদুল আহসান টিপু।মাহবুবুর রহমান রুবেল, জিয়াউর রহমান খান নয়ন, মোসারফ হোসেন মজুমদার, আব্দুল আলিম দিদার, মাহবুবুল হক মোল্লা বাবলু, আবুল কালাম আজাদ, বক্তার হোসেন, মাসুদ আলম।অ্যাডভোকেট নজরুল ইসলাম, লোকমান হোসেন, অ্যাডভোকেট আশিকুর রহমান ভূইয়া জুয়েল, গাজী মো. মণির হোসেন, আলাউদ্দিন আহমেদ রিপন, ওমর ফারুক, আল মাহমুদ ভূইয়া, জ্বালাল উদ্দিন, ফোরকান আহাম্মদ সবুজ, মহসিন আলম খান। শাহ আলম, ইমতিয়াজ হাবিব সিনহা, সফিউল আলম সুমন, আশিকুর রহমান হাওলাদার হিরণ, গোলাম কিবরিয়া বিল্লাল, জাহিদুল হাসান পলাশ, এয়ার আহাম্মেদ সেলিম, আব্দুল করিম মিয়াজী, রাসেদুর ইসলাম আশরাফ, নাজমুল হক, অপু ভট্টাচার্য।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ