বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুখ্যাত ডাকাত সরদার মানিক গ্রেফতার

পটুয়াখালীর দক্ষিন জনপদের কুখ্যাত ডাকাত সরদার সাইদুর রহমান মানিক মৃধা (৩৫) কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৯ টি ডাকাতি, ২ টি অস্ত্র ও ১ খুন মামলা সহ মোট ১২টি মামলার এ আসামি ৮ বছর ধরে পলাতক ছিলো। মানিক সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামের বাসিন্দা সত্তার মৃধার ছেলে।

পুলিশ সুত্রে, পটুয়াখালী সদর থানার এসআই (নিঃ)/ দিপায়ন বড়াল এর নেতৃত্বে একটি আভিযানিক দল দেশের বিভিন্ন এলাকায় একাধিক বার অভিযান পরিচালনা করেন। অবশেষে র‌্যাবের সহায়তায় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে গত ৩১মার্চ আনুমানিক দুপুর ৩.১৫ মিনিটের সময় কুখ্যাত ডাকাত সরদার মানিক মৃধাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ঢাকা ও নারায়নগঞ্জ এলাকায় নাম পরিচয় গোপন করে সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকুরী করত।

গ্রেফতারকৃত মানিককে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাসের মধ্যে অন্তত পক্ষে ১৫ দিন বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, মুন্সিগন্জ, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতা করে মানুষের সর্বস্ব হাতিয়ে নেয় এবং বড় বড় উৎসবের সময় তার ডাকাতি সংখ্যা বেড়ে যায়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, নথি পত্র পর্যালোচনা করে ডাকাত সরদার মানিকের নামে ১১ টি গ্রেফতারী পরোয়ানা মুলতবি আছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ