রবিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল ও সাধারণ সম্পাদক মাজহারুল নির্বাচিত

দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রথম অধিবেশন সম্মেলনের পর দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে গণনা শেষে গভীর রাতে ভোটের ফল ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

ঘোষিত ভোটের ফলাফল থেকে জানা যায়, সভাপতি পদে মো. শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পেয়েছেন ১৯৭ ভোট। এই পদে বাতিল হয় ১২০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম ১ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পেয়েছেন ৬১১ ভোট। অপর দুই প্রার্থী সাজ্জাদুল হক ভোট পেয়েছেন ৭টি এবং শফিকুল আলম রাজন ৩০ ভোট পেয়েছেন। এই পদে বাতিল হয় ৩৩টি ভোট।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ১৩টি ও ৮টি পৌরসভার ৮টি মিলিয়ে মোট ২১টি ইউনিট কমিটির ২ হাজার ৯০ জন কাউন্সিলর ভোটার ছিলেন।

এর আগে, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ জেলা ও উপজেলার নেতারা। এর আগে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর আয়োজিত এই সম্মেলন শুরু হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনস্থল পুরাতন স্টেডিয়ামে সমবেত হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ