হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সাথে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ সাক্ষাত করেছেন।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিমানের প্রধান কার্যালয় বলাকায়ে সাক্ষাৎ করেন তিনি।
বৈঠকে ঢাকাকে কার্গো হাব হিসেবে গড়ে তোলা, ফ্রেইটার চালু করা, ট্রানজিট/ট্রান্সফার কার্গো ব্যবস্থাপনা প্রক্রিয়া, ওয়্যার হাউজ নির্মাণ, বিমান কার্গো ডিস্ট্রিবিউশন সিস্টেম এর সাথে কাস্টমস এর সিস্টেমের ইন্ট্রিগেশন, আমদানি-রপ্তানী ব্যবস্থা সহজীকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময়ে বিমান এর পরিচালক প্রশাসন ও মানব সম্পদ মোঃ ছিদ্দিকুর রহমান , পরিচালক কার্গো মোঃ কামরুল হাসান খান, এনডিসি , ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দীন সহ বিমান এর কার্গো পরিদপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।