কাতারে অনুষ্ঠিত ‘আইডব্লিউএফ-গ্র্যান্ড প্রিক্স-২’ বুধবার (১৩ ডিসেম্বর) অবলোকন এবং পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রতিযোগিতা শেষে খেলোয়াড় ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারোত্তলন ফেডারেশন এর প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানা, কাতারি ও আরব এশিয়ান ভারোত্তলন ফেডারেশনের সভাপতি নায়েফ সালেহ আল বাকরি, ইয়েমেনের মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী খালেদ আল এবং ইয়েমেনি অলিম্পিক কমিটির প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসের আবদুল্লাহ আল হাজরি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক ভারোত্তলন ফেডারেশন এর দ্বিতীয় গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় ৩৮২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সেনাবাহিনী প্রধান গত ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারোত্তলন ফেডারেশন এর প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানা এর আমন্ত্রণে সরকারি সফরে কাতার গমন করেছিলেন।