শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক ও পার্ক

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

আজ সোমবার (২২ এপ্রিল) তার ঢাকায় পৌঁছার কথা। সফরের সময়ে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকসহ ১১টি দলিল সই হওয়ার কথা রয়েছে। মৈত্রী ও বন্ধুত্বের স্মারক হিসেবে তার সফরকে স্মরণীয় করে রাখতে ঢাকার একটি সড়ক আমিরের নামে করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আমিরের সফর বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কাতারের আমির ঢাকায় এসে পৌঁছাবেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) তার ঢাকা ছাড়ার কথা।

ড. হাছান জানান, কাতারের আমিরের সফর স্মরণীয় করে রাখতে তার নামে ঢাকায় একটি সড়ক ও পার্কের নামকরণ হবে। ঢাকা উত্তরের মিরপুরের কালসি এলাকায় বালুর মাঠের নির্মিতব্য পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালসি উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে করা হবে।

এছাড়া ১১টি দলিল সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ