বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাটা কাটা নীল গাউনে উন্মুক্ত বক্ষখাঁজ! সাহসী পোশাকে ক্যামেরাবন্দি ‘পরম সুন্দরী’

নিজের বিশেষ লুকটি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন কৃতি শ্যানন। দেখে মুগ্ধ অনুরাগীরা।
উন্মুক্ত উরু, খোলা চুল, একেবারে ভিন্ন কায়দায় ধরা দিলেন অভিনেত্রী।

‘ভেড়িয়া’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী কৃতি শ্যানন। তারই মাঝে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির অভিনেত্রী। কৃতির সাজপোশাক দেখে চোখ ফেরাতে পারলেন না অনুরাগীরা। সাহসী লুকে ধরা দিলেন ‘পরম সুন্দরী’।

অনুষ্ঠানে যাওয়ার কিছু ঘণ্টা আগেই কৃতি নিজের বিশেষ লুকটি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন। নীল স্লিটকাট ব্যাকলেস গাউনে বক্ষভাঁজ স্পষ্ট। শরীরের উপরিভাগে নেই বিশেষ পোশাকের ছোঁয়া। কলারটি শেষ হয়েছে নাভির কাছে। ড্রেসের উপরিভাগ ও নীচের ভাগ জুড়ে রয়েছে কেবল একটি রিং দিয়ে। উন্মুক্ত উরু, খোলা চুল, একেবারে ভিন্ন কায়দায় ধরা দিলেন অভিনেত্রী।

কাজলের ছোঁয়া তাঁর সাজে যোগ করেছে অন্য মাত্রা। কান আর হাতে হিরের গয়নায় সেজেছেন অভিনেত্রী।

দিন কয়েক আগেই শিশু দিবস উপলক্ষে কৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে কৃতির ছেলেবেলার কিছু ছবির সঙ্গে রয়েছে ‘ভেড়িয়া’ ছবির কিছু লুকও। ভেড়িয়া ছবিতে কৃতির লুকে যেন হুবহু অভিনেত্রীর ছেলেবেলার মুখ বসানো। কৃতির ছেলেবেলার মিষ্টি ছবি দেখে অপ্লুত হয়েছিলেন তাঁর ভক্তরা। দিন কয়েকের মধ্যেই একেবারে ভিন্ন রূপে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী। সেই সাজপোশাকেও ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ