শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ১৩ দিনের নবজাতককে হাসপাতালে ফেলে পালিয়ে গেলেন মা

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে ফেলে রেখে পালিয়েছেন এক মা। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর বেডে বসেন। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যায় সে। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।

ডা. জেএইচ খান লেলিন বলেন, শিশুটি আমার হেফাজতে আছে। রবিবার দুপুর পর্যন্ত তার মাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কোন নি:সন্তান দম্পতি দত্তক নিলে চাইলে আইনগতভাবে দত্তক দেয়া হবে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ