নিউজফ্লাশ২৪ডটকম ও ইংরেজী দৈনিক দ্য কান্ট্রি টুডে’র পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশকে প্রকাশ্যে জীবন নাশের হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা কার্যালয়ে এ হুমকী দেয়ার ঘটনা ঘটে। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সিকদার এ জীবন নাশের এ হুমকী দেন বলে অভিযোগ করেন সাংবাদিক গোফরান পলাশ।
সাংবাদিক গোফরান পলাশ জানান, ৫ আগষ্টের পর সমগ্র উপজেলা জুড়ে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এসময় বিএনপি নেতা-কর্মী পরিচয়ে দখল, চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে ওঠে একটি সন্ত্রাসী চক্র। এনিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ পায়। এতে সংক্ষুব্ধ হয়ে ৩রা মার্চ সোমবার দুপুরে বিএনপি নেতা সেলিম তাকে জীবন নাশের হুমকী দেন।
এদিকে ঘটনার পর পর নিরাপত্তার দাবীতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সংগঠন ও আইনজীবী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে অবগত করেন সাংবাদিক গোফরান পলাশ।
কলাপাড়া প্রেসকাবের আহবায়ক মো. হুমায়ুন কবির বলেন, সাংবাদিককে হুমকীর বিষয়টি খুবই দু:খজনক, নিন্দনীয়। সংগঠনের সকল সাংবাদিকদের সাথে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির সম্পাদক অ্যাডভোকেট আ. সালাম মিয়া বলেন, একজন আইন পেশার সহকর্মীকে হুমকী দেয়ার বিষয়টি গ্রহনযোগ্য নয়। সংগঠনে সভা করে এ বিষয়ে করনীয় ঠিক করার কথা জানান তিনি।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় একটি সাধারন ডায়েরী দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।