বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় মাছ বোঝাই পিকআপের চাপায় কৃষকের মৃত্যু, চালক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় বরিশালগামী মাছ বোঝাই পিকআপের চাপায় মো. ইউসুফ হাওলাদার (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের নীলগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা আবু তাহের হাওলাদারের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় পিকআপ চালক মো.সবুজ কাজীকে পুলিশ আটক করেছে।

তবে ঘটনার পরপরই স্থানীয় মানুষ ইউসুফ হাওলাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এতে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে পথিমধ্যে লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম বলেন’ চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ