বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ৪২৪৫ চাষী পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

ছবি: নিউজফ্ল্যাশ ২৪ বিডি ডটকম।

পটুয়াখালীর কলাপাড়ায় ৪২৪৫ ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে চাষীদের মাঝে এ কৃষি উপকরন বিতরন করা হয়।

কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ, প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির ও টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমূখ।

কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কৃষিতে স্বয়ংসম্পূর্নতা অর্জনে কৃষি বিভাগ উপকূলীয় এলাকায় চাষীদের কৃষি কাজে আগ্রহী করে তুলছে। এছাড়া রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চাষীদের মাঝে গম, ভুট্রা, খেসারী, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ডালের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়। যাতে কারো ১ ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ