সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ফার্নিচার তৈরীর কারখানায় অগ্নিকান্ড

পটুয়াখালীর কলাপাড়ায় ফরাজী ফার্নিচার এন্ড ডোর নামের একটি ফার্নিচার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় ফার্নিচার তৈরীর ওই কারখানার বেশ কিছু মেশিন এবং কাঠ পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই দোকানীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি টিম প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর
আগুন নিয়ন্ত্রনে আনে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনও নিশ্চিত করা যায়নি। তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।

ফরাজী ফার্নিচার এন্ড ডোরের সত্ত্বধিকারী মোঃ শাহজাহান ফরাজী জানান, তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আগুন লেগে অনেক কাঠ ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দশ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ