মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ২ শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার পিচ নারিকেল চারা বিতরন করেছে কৃষি বিভাগ। বুধবার দুপুরে ২০২৩-২৪ অর্থবছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় পৌর শহরের কৃষি গুদাম চত্বরে এসব নারিকেল চারা বিতরন করা হয়।

উপজেলা কৃষি র্কমর্কতা কৃষবিদি মো: আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকের হাতে গাছের চারা তুলে দেন কলাপাড়া ইউএনও মো: রবিউল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমূখ।

কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন জানান, এ নারিকেল গাছ সাত বছরের মধ্যে ফলন ধরবে। এগুলো দেশী ও উন্নত মানের চারা। এ চারাগুলো বাড়ীর আঙিনা সহ বিভিন্ন খোলা স্থানে রোপন করে সঠিকভাবে পরিচর্যার অনুরোধ করেন তিনি ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ