বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে পোকা চাষ, কাগজ-কলমে স্কুল খোলা

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্ততে চলছে ব্লাক ফ্লাই সোলজার (উরন্ত কালো সৈনিক) নামের এক ধরনের পোকা চাষ। এতে পোকার ভয়ে ও দুর্গন্ধে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে শিশু শিক্ষার্থীরা। ফলে দীর্ঘ ৩ মাস ধরে শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে না এলেও কাগজে-কলমে চলছে বিদ্যালয়টি।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার চাকামাইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে ২০১১ সালে প্রতিষ্ঠা করা হয় কুমরাখালী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নামের একটি স্কুল। বেশ কয়েক বছর ধরে ভালই চলছিলো বিদ্যালয়টি। কিন্তু গত বছরের ডিসেম্বর মাস থেকে বিদ্যালয়ের জমিদাতা হারুন পাহলনের শ্যালক হুমায়ুন পোকা চাষ শুরুর পর থেকে বন্ধ হয়ে যায় সকল শিক্ষা কার্যক্রম। মাছের খাবারের জন্য এসব পোকা চাষ করছেন তিনি।

সম্প্রতি সরেজমিনে গিয়ে বিদ্যালয়টিতে কোন শিশু শিক্ষার্থী এবং ৪ জন শিক্ষকের কাউকে পাওয়া যায়নি। প্রধান শিক্ষককে বারবার ফোন দিয়েও ফোনে পাওয়া যায়নি।
স্কুল কমিটির সভাপতি মো: মিলন তালুকদার জানান, আমি এই স্কুলের জন্য অনেক অর্থ ব্যয় করেছি। জমিদাতারা এ রকমের কাজ করছে আপনার মাধ্যমে জানলাম।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস জানান, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ