রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় নারী কৃষকদের মানববন্ধন

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক নারী কৃষক সংগঠনের সদস্যরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়েছে।

এর আগে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ: তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে নারী কৃষক সংগঠন সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক নেত্রী খাদিজা বেগম, মোসাম্মৎ হেপী, শিল্পী ও মাহফুজা বেগম।

লিখিত বক্তব্যে কলাপাড়া উপজেলায় গ্রামীণ পর্যায়ের প্রকৃত নারী কৃষকের তালিকা তৈরি, নারী কৃষকের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আদায়ে ২০১৮ সালের কৃষি নীতি বাস্তবায়নসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এসময় নারী কৃষক সংগঠকরা কৃষকদের জন্য স্থায়ীত্বশীল পানি ব্যবস্থাপনা কার্যকর করার দাবি তোলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ