বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

ফাইল ফটো।

পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব-টিয়াখালী গ্রামে স্বামীর বাড়ির দোতলা ঘর থেকে এক সন্তানের জননী গৃহবধূ মুক্তা বেগমের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধায় কলাপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় রাতে স্বামী ইমরান প্যাদাকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহতের বাবা মাহতাব মাতুব্বর নিহত গৃহবধূ মুক্তার স্বামী ইমরান প্যাদা, শ্বশুড় সোলেমান প্যাদা, শাশুড়ি জোসনা বেগম, ননদ সুমা বেগমসহ পাঁচ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।মুক্তার মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মুক্তার আট মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে আমতলীর টেপুরা এলাকার মুক্তার সঙ্গে ইমরানের বিয়ে হয়। কলাপাড়া থানার ওসি মোঃ জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার ঘরের দোতলায় নিজের ওড়না দিয়ে আড়ার সঙ্গে মুক্তার ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দেয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ