শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো।

পটুয়াখালীর কলাপাড়ায় গাছ থেকে পড়ে মো: বশির উদ্দিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বশির হাওলাদার ওই গ্রামের মো: বারেক হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

নিহত বশির উদ্দিন হাওলাদারের চাচাতো ভাই মো: রফিক উদ্দিন জানান, তার নিজ বাড়ীতে চাম্বল গাছ কাটতে উঠে ডাল ভেঙ্গে সে ছিটকে মাটিতে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ