রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

খুলনার লবচোড়া এলাকা থেকে একাধিক মামলার আসামী আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য মনিরুল ইসলাম (৩৮) ও নুর নবি খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ। পরে রাতে তাদেরকে কলাপাড়ায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত মনির বরগুনা জেলার গৌরিচন্না এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে এবং নুর নবি খান শাখারিকাঠী, মঠবাড়িয়া, পিরোজপুর জেলার হাকিম খানের ছেলে। এরা গত ২৫ জুন কলাপাড়া উপজেলার মোস্তফাপুর গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবদুর রব হাওলাদারের বাড়ির দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মোস্তফাপুরের ডাকাতির ঘটনায় এপর্যন্ত ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত মনির ও নুর নবিকে আজ মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ