রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় অবৈধ খাল দখলে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগ

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের জিন খালটি দখলের কবলে পড়ে গভীরতা ও প্রশস্ততা হারিয়ে স্বাভাবিক পানি প্রবাহ ব্যহত হচ্ছে। পৌর শহরের পানি নিষ্কাশনের প্রধান খালটি দখলে অল্প বৃষ্টিতেই শহরে সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে পৌর শহরসহ শহর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের বাসিন্দারা। অথচ এ খালটি দখলমুক্ত করে পানি নিস্কাশনে উদ্দোগ নেই সংশ্লিষ্ট প্রশাসনের।

জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে কলাপাড়া পৌরশহরের চিংগড়িয়া ও টিয়াখালী এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় জনসাধারণের ভোগান্তি এখন চরমে। এসমস্ত এলাকার সড়ক, বাড়ি, ফসলের মাঠ, মাছের ঘের, পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে দূর্বিষহ মানবেতর জীবনযাপন সহ অনেকের ঘরের রান্না বন্ধ রয়েছে। গরু, ছাগল, হাঁস মুরগী নিয়ে বিপাকে পড়েছেন বহু পরিবার। গো খাদ্যের সংকট দেখা দিয়েছে ।

পৌর শহরের চিংগড়িয়া এলাকার নাগরিক উত্তম কুমার দাস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ১ ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। কিন্তু জিনখালের বিভিন্ন পয়েন্টে বাঁধ দেয়ার কারনে টিয়াখালী ও চিংগড়িয়া এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ১০ বছরের অধিক সময় বহু জমি অনাবাদি রয়েছে। এখানে কোন ধরনের ফসল তারা চাষ করতে পারছেনা কৃষক।

টিয়াখালী গ্রামের কৃষক মোঃ শাহজাহান হাওলাদার বলেন, জিন খালের বিভিন্ন পয়েন্ট বাঁধ দিয়ে মাছচাষ এবং খালের দুইপাড়ে বাড়িঘর করে খাল দখলের কারনে ১০/১২ বছর পর্যন্ত তারা বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন করছেন।

শহীদুল ইসলাম নামের টিয়াখালীর অপর এক বাসিন্দা বলেন, অবৈধ বাঁধ ও খালের মধ্যে বাড়ি ঘর করার কারনে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খালের জোয়ার ভাটা সহ স্বাভাবিক পানি প্রবাহ সচল করে জনদুর্ভোগ কমানোর জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, জলাবদ্ধতা নিরসনে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ