কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অনলাইন জুয়া খেলায় অর্থ হারিয়ে অনুতপ্ত হয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ নিলেন আল আমিন (৩০) নামে এক পরিবহন চালক ও ব্যবসায়ী।
সোমবার (১ সেপ্টেম্বর) তাকে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করার অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়।
আল আমিন (৩০) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। তিনি পেশায় পরিবহন চালক ও ব্যবসায়ী।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে কটিয়াদী উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। প্রকাশ্যে প্লাস্টিকের মগ ও বোতলে করে মাথায় দুধ ঢেলে গোসল করেন আল আমিন (৩০)। ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তা প্রত্যক্ষ করেন এবং মুঠোফোনে