বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওরিয়ন গ্রুপ ৩৭তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠান

চার দিনব্যাপী ‘ওরিয়ন গ্রæপ ৩৭তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ (বিএজিসি)- ২০২৪’ এর প্রেস ব্রিফিং ও উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ১১০ জন গলফার অংশগ্রহণ করবেন বলে আশা করা যায়।

আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, বিদেশি কূটনীতিকবৃন্দ, স্পন্সরগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ