শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু

ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লিমিটেডের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তৌহিদা সুলতানা রুনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের প্রেসিডেন্ট, রাজু আলীমসহ ১০ জন বোর্ড অব ডিরেক্টরস নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে, ক্লাবটির অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩১৪ জন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে তৌহিদা সুলতানা রুনু। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন- নিয়াজ আহমেদ, রাজু আলিম, ড. বিকর্ণ কুমার ঘোষ, আজিজুল হাসান শরিফ, মোঃ শেখ সাদী খান, হুমায়ুন পারভেজ খান, নূরে আলম সিদ্দিকী অভি, আবুল ফয়সাল মোঃ সায়েম, নুসরাত ইয়াসমিন তিশা, ইঞ্জিঃ এম এ ওয়াব।

প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জয়ী সবাইকে অভিন্দন। আমি সবাইকে নিয়ে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের উন্নয়নে কাজ করছি এবং সামনে আরো সুন্দরভাবে পরিচালনা করে যাবো। ক্লাবের উন্নয়নে সবার সহযোগিতা চাই।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামাল উদ্দিন আহমেদ, সদস্য ছিলেন ফারুক সিদ্দিকী, মো. জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ