মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবারে ইকোনোমি দিপীকা!

দিপীকা পাডুকোনের ‘পাঠান’ ছবির এখন জয়জয়কার। ২৫ জানুয়ারি মুক্তির পরে ইতিমধ্যেই প্রায় হাজার কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহামের ছবি। দেশে-বিদেশে একাধিক নজির গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এমনকি টেক্কা দিয়েছে ‘বাহুবলী’, ‘কেজিএফ’র মতো ব্লকবাস্টার ছবিকেও। তা সত্ত্বেও বিমানের ইকোনমি ক্লাসে যাতায়াত করছেন দীপিকা পাডুকোন! বলিউডে এই দৃশ্য বিরল হলেও একেবারে অদেখা নয়। মাঝে মধ্যেই আমজনতার মাঝে দেখা যায় বলিউড তারকাদের।

সম্প্রতি দীপিকা পাডুকোনকে দেখা গেল এক বিমানে ইকোনমি ক্লাসে। যাত্রীভর্তি বিমানে নিজের জায়গা খুঁজে নিচ্ছেন নিজেই। বলিউড তারকার পরনে কমলা রঙের জ্যাকেট, মাথায় কমলা বেসবল টুপি, চোখে রোদচশমা। ছবি দেখেই স্পষ্ট, নিজের দিকে একেবারেই নজর ঘোরাতে চান না নায়িকা। তবে কোন বিমানের ইকোনমি ক্লাসে যাত্রা করেছিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। দিন কয়েক আগে আরও এক অভিনেত্রীকে দেখা গিয়েছিল বিমানের ইকোনমি ক্লাসে যাত্রা করতে। তিনি ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকি কৌশলের সঙ্গে বিমানে ছিলেন ‘এক থা টাইগার’ খ্যাত অভিনেত্রী। এবারে দিপীকাকে দেখে পাঠানের সাকসেসের সাথে অনেকেই হিসেব মিলিয়ে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ