মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর। বিক্ষুব্ধ সমর্থকরা আজ বুধবার সকালে শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন। নেতাকর্মীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়েছেন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।
সকাল থেকেই শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৭১ সড়কে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বিশাল রূপ নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। “কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না”, “অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই”, “গণতন্ত্র মুক্তি পাক” – এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা। তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এমন দমনমূলক পদক্ষেপ নিচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
মাদারীপুর ১ আসনে মনোনয়ন স্থগিত হয়ে যাওয়া বিএনপি প্রার্থী কামাল জামাল মোল্লা বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে গত ১৮ বছর বিএনপির হয়ে মাঠে ছিলাম, একাধিকবার মিথ্যা মামলায় জেল ও নির্যাতনের শিকার হয়েছি। নিজ ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। তবুও দলীয় আদর্শ থেকে পিছপা হইনি।ভবিষ্যতেও বিএনপির হয়ে মাঠে থাকবো, অপশক্তির বিরুদ্ধে লড়বো।
তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক হুইপ লিটন চৌধুরীর সিন্ডিকেট ভেঙে ফেলায আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে দেশি-বিদেশি পেইড এজেন্টদের মাধ্যমে। কোন মিথ্যা নাটক বিএনপি হাই কমান্ডের কাছে গ্রহণযোগ্য নয়। ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে এই কমিটমেন্ট তারেক রহমান সাহেবের, সে হিসেবেই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে মাদারীপুর ১ আসন থেকে আসন থেকে। ষড়যন্ত্রকারীদের কারণে সাময়িক স্থগিত হলেও ধানের শীষ প্রতীক নিয়েই আমি মাদারীপুর-১ আসন থেকে ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিব। দলের তৃণমূল থেকে হাই কমান্ড সকলেই জানে এ আসনে আমার কতটুকু জনপ্রিয়তা।
কামাল জামান মোল্লা বলেন, অতিথি পাখির মত এখন যারা এই আসনে মনোনয়ন চাচ্ছেন তাদের স্বপ্ন, দুঃস্বপ্নই থেকে যাবে। জামায়াতের পেইড এজেন্ট তথাকথিত অনলাইন এক্টিভিস্টরা সাময়িক প্রোপাগান্ডা ছাড়ালেও, বিএনপি’র বিজয় সুনিশ্চিত। কোন অপশক্তি বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না। শুধু আমি নই। বিএনপি মতাদর্শের সকল ব্যবসায়ীদের বিরুদ্ধেও নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে এই চক্রটি। আওয়ামী লীগ ও জামায়াতের পেইড এজেন্ট হয়ে যারা নানা প্রকার অপপ্রচার চালাচ্ছে তাদের ব্যাপারেও সতর্ক অবস্থানে রয়েছে বিএনপির হাই কমান্ড।





