শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উজবেকিস্তানের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বিমানবন্দরের কাছে বুধবার দিবাগত রাতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটছে। এতে আগুন ছড়িয়ে পড়ায় অনেক মানুষ আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজ ওয়বসাইট নোভা-২৪ জানায়, বিমানবন্দরের কাছে শুল্ক বিভাগের একটি গুদামে এ বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে আগুনের কুন্ডলী এবং ধোঁয়া রাতের আকাশে উঠতে দেখা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই গুদামে রাতে আগুন ধরার খবর পাওয়া যায়। এতে অনেক মানুষ দগ্ধ হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেলিগ্রাম বার্তায় মন্ত্রণালয় জানায়, দগ্ধদের সকলেই শঙ্কামুক্ত। চিকিৎসকরা তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

এছাড়া ‘দুর্ঘটনাস্থল এবং পার্শ্ববর্তী অ্যাপার্টমেন্টে আগুনে দগ্ধ ব্যক্তিদেরও জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’

উজবেকিস্তান হলো মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের সবচেয়ে জনবহুল একটি দেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ