রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদের ছুটি বেড়েছে

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে নির্বাহী ক্ষমতাবলে ২৭ জুন বিশেষ ছুটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ঈদুল আজহার ছুটি একদিন (২৭ জুন) বাড়াতে সুপারিশ করে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ