জামালপুরের ইসলামপুর উপজেলায় মদ, জুয়া, ইয়াবা, গাঁজা ও চোরের উপদ্রব বন্ধের দাবিতে ২ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে কাঠমা বাজার বণিক সমিতির উদ্যোগে স্থানীয় মাদ্রাসার মাঠে মানববন্ধন ও আলোচনা সভা করেছে।
কাঠমা বাজার বণিক সমিতির সভাপতি ও নোয়ারপাড়া ইউপি সদস্য মো. রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইনজীবী মো. মনির হোসেন পলাশ, কাঠমা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসাইন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ। মাদক কারবারি ও চোরদের উপদ্রব বন্ধের দাবি জানিয়ে কাঠমা বাজার বণিক সমিতির সভাপতি ও ইউপি সদস্য মো. রকিবুল হাসান বলেন, মাদক কারবারি ও চোরদের উপদ্রব থেকে আমরা নিস্তার পেতে পাই। এলাকার যুবসমাজকে রক্ষা করতে চাই। ইতিমধ্যে একজন চোরকে হাতেনাতে ধরেছে এলাকাবাসী।
তাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য চোরদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এলাকায় নিয়মিত মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর আগে একই স্থানে মাদক জুয়া চুরি বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো মানুষ অংশ নেন।