শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকেও পরাজিত করেছে জামায়াত: যুবদল সভাপতি

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ডাকসু ও জাকসুর ভিসি এবং প্রক্টর জামায়াতের। এজন্য এই নির্বাচন কলুষিত হয়েছে। ৫ আগস্টের পর শিক্ষাঙ্গনের এই নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে ছিল। কিন্তু এই নির্বাচন একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। ব্যাপকভাবে কারচুপির মাধ্যমে ডাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জয়লাভ করেছে তারা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকেও পরাজিত করেছে জামায়াত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে জেলা যুবদলের আয়োজনে নরসুন্দা নদী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে প্রত্যেকটি প্যানেল এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এনসিপি, স্বতন্ত্র ও উমামা প্যানেল ঘৃণাভরে প্রত্যাখান করেছে। গতকাল জাকসু নির্বাচনে একই কাজ করার চেষ্টা করেছে তারা। ছাত্রদল ভোট বর্জন করেছে। দুটো নির্বাচনের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যায়নি ছাত্রদল।

আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচনে আমরা মনে করি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিএনপির নেতাকর্মীরা সঠিকভাবে রাজপথে থেকে ভোটকেন্দ্র পাহারা দিবো।

নরসুন্দা নদীর বিষয়ে তিনি বলেন, এক সময়ের খরস্রোতা নদী মৃত প্রায়। মানুষের বিভিন্ন অপব্যবহারের ফলে নদী প্রায় বিলিন হয়ে গেছে। পানি প্রবাহের বিভিন্ন জায়গা বন্ধ হয়ে গিয়েছে। আমরা নরসুন্দা নদীর উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।

এই সময় উপস্থিত ছিলেন-যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সহ-সভাপতি গোলাম মোস্তফা পারভেজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবীর, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, নাসিমুল হক রাসেলসহ যুবদলের অন্যান্য নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ