ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার রাতে তেল আভিভ, হাইফা ও আরও কয়েকটি শহরের আবাসিক এলাকায় ইরানি হামলায় আট জন নিহত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও দেশটির গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরান জানিয়েছে, শুক্রবার ইসরায়েল হামলা শুরু করার পর থেকে দেশটিতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
বিবিসি বাংলা।