বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউপি নির্বাচন: কলাপাড়ায় নৌকা-হাতপাখা কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত ২০,আটক-২

পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চাওয়া নিয়ে নৌকা এবং হাতপাখা কর্মী- সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত: ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিয়া বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনার পর আহত মো. বশির (৩৫), জিদান (২২), রাকিবুল হাসান (৪১), মুশফিকুর রহমান (২০), জালাল (৪৫), রিয়াজ (৩০), শাহজাহান (৩৫), সবুজ খান (৪৩), ফেরদৌস হাওলাদার (৪৮), মো.বেল্লাল (২০), হিরন হাওলাদার (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হাতপাখার সমর্থক মুশফিকুর রহমান ও বেল্লাল (২০) কে আটক করেছে । এ ঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, আগামী ১৬ মার্চ কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারনা এখন তুঙ্গে। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে আরও হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। এ ইউনিয়ন গুলোতে নৌকা প্রতীকের পাশাপাশি হাতপাখার চেয়ারম্যান প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছে। ইতিমধ্যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। তবে পাঁচটি ইউনিয়নের মধ্যে মিঠাগঞ্জ ইউনিয়নে হাতপাখা বেশী ভাল অবস্থানে রয়েছে বলে ভোটাররা জানিয়েছেন।

এদিকে মিঠাগঞ্জ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হেমায়েত উদ্দিন হিরন কাজী এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মেজবাহ উদ্দিন দুলাল খান এ সংঘর্ষের ঘটনায় একে অপরের উপর দোষ চাপাচ্ছেন ।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, দুই পক্ষের মারামারির ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা হতে পারে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ