শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্মি এভিয়েশন গ্রুপকে আরও শক্তিশালী করার অঙ্গীকার সেনাপ্রধানের

আর্মি এভিয়েশন গ্রুপকে আরও আধুনিক, পেশাদার, যুগোপযোগী ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে আর্মি এভিয়েশন বেসিক কোর্স-১৩ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার করেন।

বৈমানিকরা জাতীয় দুর্যোগে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জাতীয় যেকোনো দুর্যোগে মানবতার সেবায় এবং ত্রাণ পরিবহন ও বিতরণে আর্মি এভিয়েশন গ্রুপ অনন্য ভূমিকা পালন করছে।’

উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে আরও আধুনিক হেলিকপ্টার ও উড়োজাহাজ বহরে যুক্ত করা হবে। আগামী দিনে আর্মি এভিয়েশন গ্রুপের সক্ষমতা আরও বাড়ানোর কথা জানিয়েছেন ওয়াকার-উজ-জামান। প্রতিটি মিশনই নতুন মিশন মনে করে নব উদ্যমে কাজ করতে প্রশিক্ষণার্থীদের আহ্বানও জানান তিনি।

এবারের প্রশিক্ষণে ১৮ জন সেনা, ৪ জন নৌ এবং ২ জন পুলিশ বাহিনীসহ মোট ২৪ জন তরুণ কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণে তাত্ত্বিক বিষয়ের বাইরেও সফলভাবে মৌলিক বিমান উড্ডয়নের প্রশিক্ষণ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ