সজলের গার্লফ্রেন্ডের নাম প্রিয়া। কিন্তু তার সঙ্গে রিলেশনের এত বছর গত হয়ে যাবার পরও সজল এক মিনিটের জন্য শান্তি পায়নি। কারণ, সজলের প্রিয়া অন্য কিছু দেয় না। শুধু প্যারা দেয়। সজলের বন্ধু মন্টু প্রেম করে এক মেয়ের সঙ্গে।
সেই মেয়ে মন্টুকে প্রতিমাসে হাত ঘড়ি দেয়। দামি সানগ্লাস দেয়। আর সজলের প্রিয়া প্রতিমাসে সজলের হাত কামড়ে দেয়। নাকের ওপর সানগ্লাস পরা তো দূরের কথা, সজলের নাকের আশপাশে প্রিয়ার দেওয়া ১০১টা খামচির দাগ আজও স্পষ্ট বোঝা যায়।
মন্টু সজলকে বলে প্রিয়ার সঙ্গে ব্রেকআপ করতে। কিন্তু সজল পারে না। কারণ, প্রিয়ার বাবা চৌধুরী সাহেবের কারখানায় একসময় সজলের বাবা চাকরি করতো। মারা যাওয়ার সময় সজলকে বলে গেছেন প্রিয়াকেই বিয়ে করতে হবে।
চৌধুরী সাহেব বিজনেসে লস খেয়ে আধ পাগলা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে প্রিয়াও আধপাগলার খাতায় নাম লিখিয়েছে। সজল উভয় সংকটে পড়েছে। একদিকে বাবাকে দেওয়া কথা। অন্যদিকে নিজের জীবন নিয়ে টানাটানি।
টানাপোড়েনের এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয়া শুধু প্যারা দেয়’। পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব।
এতে সজল চরিত্রে অভিনয় করেছেন যাহের আলভী ও প্রিয়া চরিত্রে অভিনয় করেছেন সানজিদা ইসলাম। এ ছাড়া আরও অনেকেই অভিনয় করেছেন। শুক্রবারের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার হবে রাত ৮টায় শুধুমাত্র আরটিভিতে।